'কর্নার স্টোন অব পিস' - এই স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত?
A মাকাও
B হাইতি
C ওকিনাওয়া
D ভিয়েতনাম
Solution
Correct Answer: Option C
- ' করনার স্টোন অব পিস' এই স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে ওকিনাওয়া।
- ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল হল জাপানের দক্ষিণে অবস্থিত ১০০০ কিমি দীর্ঘ রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণের দুই তৃতীয়াংশ।
- এটি জাপানের দক্ষিণতম প্রশাসনিক অঞ্চল।
- এর রাজধানী ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অবস্থিত নাহা নগর।