Solution
Correct Answer: Option A
- 'কমলে কামিনী' একটি পৌরাণিক নাটক, যার রচয়িতা হলেন প্রখ্যাত বাঙালি নাট্যকার দীনবন্ধু মিত্র।
- তিনি মূলত সামাজিক নাটক রচনার জন্য বিখ্যাত, বিশেষ করে তাঁর 'নীলদর্পণ' নাটকটি বাংলা সাহিত্যে একটি মাইলফলক হিসেবে পরিচিত।
- 'কমলে কামিনী' তাঁর রচিত অন্যতম একটি উল্লেখযোগ্য নাটক।