'চাঁদের অমাবস্যা' গ্রন্থটির লেখক-
A সত্যেন সেন
B হাসান আজিজুল হক
C বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D সৈয়দ ওয়ালীউল্লাহ্
Solution
Correct Answer: Option D
- 'চাঁদের অমাবস্যা' একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, যার রচয়িতা প্রখ্যাত বাংলাদেশি কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্।
- এটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়।
- এই উপন্যাসে এক যুবকের অন্তর্দ্বন্দ্ব এবং নৈতিক সংকটের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যা বাংলা সাহিত্যের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়।