বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা-না থাকা বিবেচনায় বাক্য কত প্রকার?
Solution
Correct Answer: Option D
• গঠনগত দিক দিয়ে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়:
১. সরল,
২. জটিল ও
৩. যৌগিক বাক্য।
• বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা-না থাকা বিবেচনায় বাক্যকে দুই ভাগে বিভক্ত করা যায়:
(১) সক্রিয় বাক্য
(২) অক্রিয় বাক্য