'Water Lilies' কার বিখ্যাত চিত্রকর্ম?

A ক্লদ মনে

B এদয়াদ মানে

C ভ্যান গঘ

D হেনরি মাতিস

Solution

Correct Answer: Option A

- 'ওয়াটার লিলি' (Water Lilies) বিখ্যাত ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী ক্লদ মনের (Claude Monet) একটি বিখ্যাত চিত্রকর্ম সিরিজ।
- এই সিরিজে তিনি প্রায় ২৫০টি তৈলচিত্র আঁকেন, যা তার জীবনের শেষ ৩০ বছরের সাধনার ফল।
- এই চিত্রকর্মগুলো বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions