The opposite of “admit” is to ...
Solution
Correct Answer: Option B
- Admit শব্দটির অর্থ হলো কোনো কিছু সত্য বলে স্বীকার করা বা মেনে নেওয়া।
- Deny শব্দটির অর্থ হলো কোনো কিছু অস্বীকার করা বা সত্য নয় বলে দাবি করা।
সুতরাং, 'admit'-এর সরাসরি বিপরীত শব্দ হলো 'deny'। অন্য বিকল্পগুলো হলো:
Defy: উপেক্ষা করা বা প্রকাশ্যে বিরোধিতা করা।
Doubt: সন্দেহ করা।
Accept: গ্রহণ করা (এটি 'admit'-এর সমার্থক, বিপরীত নয়)।