‘নর্দান লিমিট লাইন’ কোন দুটি দেশের বিরোধপূর্ণ স্থান?
A চীন ও ভারত
B উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C চীন ও মিয়ানমার
D সুদান ও দ. সুদান
Solution
Correct Answer: Option B
- নর্দান লিমিট লাইন (NLL) দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যবর্তী সমুদ্রসীমার একটি বিরোধপূর্ণ স্থান।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া উপদ্বীপকে ৩৮তম সমান্তরাল বরাবর বিভক্ত করা হয়েছিল।
- ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর জাতিসংঘ সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার উপকূলরেখা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে নর্দান লিমিট লাইন (NLL) স্থাপন করে।
- উত্তর কোরিয়া NLL কে কখনোই স্বীকৃতি দেয়নি এবং এটিকে একটি অবৈধ সীমানা হিসেবে মনে করে।