- যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়(যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0)।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন- √2 = 1.414213..., √3 = 1.732 ..., √5 = 2.2360..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।