১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে:মি:। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
A ১৫.৫ সে: মি:
B ১৫.৪ সে: মি:
C ১৫.৯৫ সে: মি:
D ১৬.৫৫ সে: মি:
Solution
Correct Answer: Option C
১৯৯৬ সাল ৪ দ্বারা বিভাজ্য। তাই ১৯৯৬ Leap year. Leap Year এ ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হয়।
∴ ঐ মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ = (২৯ × ০.৫৫) সে.মি.
= ১৫.৯৫ সে.মি.