বাহুল্যদোষে কোন বাক্যটিতে অপ্রয়োগ ঘটেছে?
A সকল আলেম আজ উপস্থিত।
B শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
C সকল মাছগুলোর দাম কত?
D তিথিরা এসে পরেছেন।
Solution
Correct Answer: Option C
- প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে বাক্য তার যোগ্যতা গুণ হারিয়ে থাকে।যেমন- সকল মাছগুলোর দাম কত?।
- বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
- দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।