Loading [MathJax]/extensions/tex2jax.js
 
'মূর্খ' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

A মূর্খা

B মূর্খিনী

C মূর্খি

D মহিলা মূর্খ

Solution

Correct Answer: Option A

• অ কারান্ত পুংলিঙ্গের শেষে 'আ' প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক হয়।
যেমনঃ
মূর্খ - মূর্খা।
প্রিয় - প্রিয়া
দীন - দীনা
জটিল - জটিলা
কৃপণ - কৃপণা
জীবিত - জীবিতা
কুটিল - কুটিলা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions