বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয় কোনটি?

A মুনশিয়ানা

B কেষ্টা

C বাড়িওয়ালা

D গাড়োয়ান

Solution

Correct Answer: Option B

- বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ: 'কেষ্ট + আ = কেষ্টা'।
- ওয়ালা > আলা (হিন্দি) প্রত্যয়যোগে গঠিত শব্দ: বাড়িওয়ালা।
- ওয়ান > আন (হিন্দি) প্রত্যয়যোগে গঠিত শব্দ: গাড়োয়ান।
- আনা > আনি (হিন্দি) প্রত্যয়যোগে গঠিত শব্দ: মুনশিয়ানা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions