বাংলা ব্যাকরণে কোন সমাসটির প্রয়োজন নেই?

A দ্বন্দ্ব

B বহুব্রীহি

C দ্বিগু

D অব্যয়ীভাব

Solution

Correct Answer: Option C

- দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
- আবার কেউ কেউ কর্মধারয়কেও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন।
- এদিক থেকে সমাস মূলত চারটি : দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions