পানি ও লবণের ৩৬ কেজি ওজনের একটি দ্রবণে লবণ ও পানির অনুপাত ৪ :৫ । যদি দ্রবণে আরো ৬ কেজি পানি যোগ করা হয়, তাহলে নতুন দ্রবণে পানি ও লবণের অনুপাত কত হবে?
A ১৩ :১০
B ১৩ :৮
C ৮ : ১৩
D ১৫ :১৩
Solution
Correct Answer: Option B
৩৬ কেজি দ্রবণে লবণের পরিমাণ = { ৩৬ এর ৪/(৪+৫) }কেজি
= ১৬ কেজি
∴ ৩৬ " পানির " " = { ৩৬এর ৫/(৪+৫) } কেজি
= ২০ কেজি
আরও ৬ কেজি পানি যোগ করলে দ্রবণে পানি ও লবণের অনুপাত = ২০+৬ : ১৬
=২৬ : ১৬
= ১৩ : ৮