কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

A শেষলেখা

B শেষপ্রশ্ন

C শেষকথা

D শেষদিন

Solution

Correct Answer: Option A

• বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ শেষলেখা (১৯৪১) । তিনি মোট ৫৬টি কাব্যগ্রন্থ রচনা করেন ।
• তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ বনফুল, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, গীতাঞ্জলি, ক্ষণিকা, সেঁজুতি, জন্মদিনে ।
• অন্যদিকে 'শেষপ্রশ্ন' উপন্যাস ও 'শেষকথা' ছোটগল্পের রচয়িতা যথাক্রমে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions