অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন :

A কার্ল মার্কস

B ফ্লেডরিক এঙ্গেলস

C ভি. আই. লেনিন

D মাও সে তুং

Solution

Correct Answer: Option C

বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির নতুন দিগন্ত উন্মেচনকারী ২৫ অক্টোবর ১৯১৭ (জুলিয়ান পঞ্জিকা) আর ৭ নভেম্বর (গ্রেগরিয়ান পঞ্জিকা) রাশিয়ার জারের বিরুদ্ধে সংঘটিত হওয়া অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ-উইয়ানোভ লেনিন বা ভি আই লেনিন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions