বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?
Solution
Correct Answer: Option D
- অর্থনীতিতে দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বার্ষিক প্রবাহের মোট আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।
- বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে বৃহৎ তিনটি খাতে (কৃষি, শিল্প ও সেবা) ভাগ করা হয়েছে।
- এ ৩টি বৃহৎ খাত সার্বিকভাবে ১৯টি খাতে বিভক্ত।