নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?

A খেজুর পাম

B সাগু পাম

C নিপা পাম

D তাল পাম

Solution

Correct Answer: Option C

Nipa fruticans সাধারণভাবে Nipa palm নামে পরিচিত । বাংলায় একে গোলপাতা বলে । গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অন্যতম প্রধান উদ্ভিদ । এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চলে আরো যে উদ্ভিদগুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গেওয়া, কেওড়া, গরান, আমুর, বাইন, পশুর ইত্যাদি । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions