মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?

A ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে

B ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে

C জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয়

D জন্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হয়

Solution

Correct Answer: Option C

যদি কোনো মা হেপাটাইটিস-বি দ্বারা আক্রান্ত থাকেন তবে তার গর্ভজাত সন্তানকে জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাক্সিন দিতে হবে । তবে এর সাথে এইচবিয়আইজি (HBIG) -এর শটও দিতে হবে এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য । মায়ের শরীরের হেপাটাইটিস-B -এর জীবাণুর উপস্থিতি সনাক্ত না হলে শিশুর জন্মের পর ২৪ ঘন্টার মধ্যে ভ্যাক্সিন প্রয়োগ করলেও চলে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions