নিচের কোন বাক্যের দ্বিরুক্তি পৌনঃপুনিকতা বোঝাচ্ছে?

 

A ভয়ে গা ছম ছম করছে

B আমি জ্বর জ্বর বোধ করছি

C ধীরে ধীরে যায়

D ডেকে ডেকে হয়রান হয়েছ

Solution

Correct Answer: Option D

১. অনুভূতি বা ভাব বোঝাতে : ভয়ে গা ছম ছম করছে।
২. স্বল্পকাল স্থায়ী বোঝাতে : আমি জ্বর জ্বর বোধ করছি।
৩. ক্রিয়া বিশেষণ : ধীরে ধীরে যায়।
৪. পৌনঃপুনিকতা বোঝাতে : ডেকে ডেকে হয়রান হয়ে গেছি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions