কোন দেশের কাছে সবচাইতে বেশি পারমাণবিক চুল্লি আছে?

A চীন

B যুক্তরাজ্য

C যুক্তরাষ্ট্র

D রাশিয়া

Solution

Correct Answer: Option C

- যে যান্ত্রিক চুল্লির মাধ্যমে পারমাণবিক বিক্রিয়ায় নিউট্রনকে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি উৎপন্ন করা যায় তাকে পারমাণবিক চুল্লি বলে।
- পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম-২৩৫ ব্যবহৃত হয়।
- বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পারমাণবিক চলি রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions