নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?

A শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন

B শাসন প্রক্রিয়া ও সুশাসন

C শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া

D শাসন প্রক্রিয়া ও উন্নয়ন

Solution

Correct Answer: Option D

বিশ্বব্যাংকের ১৯৮৯ সালে প্রকাশিত প্রতিবেদন 'Sub-Saharan Africa: From Crisis to Sustainable Growth' -এ Good Governance বা সুশাসন প্রত্যয়টির প্রথম ব্যবহার করেন । তবে ১৯৯২ সালে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণা পত্র Governance and Development বা শাসন প্রক্রিয়া এবং উন্নয়নের মাধ্যমে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions