বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

A পদ্মমণি

B পদ্মাবতী

C পদ্মগোখরা

D পদ্মরাগ

Solution

Correct Answer: Option D

• মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' ।
• তার রচিত আরেকটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ।
• 'পদ্মবতী' নামে কাব্য ও নাটক লিখেন যথাক্রমে আলাওল ও মাইকেল মধুসূদন দত্ত ।
• 'পদ্ম-গোখরো' গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions