৫০ বছর পর কোন দেশ চাঁদে মহাকাশযান প্রেরণ করেছে?
Solution
Correct Answer: Option C
- ৫০ বছর পর ২২ ফেব্রুয়ারি, ২০২৪ সালে চাঁদে মহাকাশযান প্রেরণ করে যুক্তরাষ্ট্র।
- চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী রোবটটির নাম ওডিসিয়াস।
- এটি ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে পাঠানো যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশযান।
- টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান 'ইটুইটিভ মেশিন' এই মহাকাশযানটি তৈরি করে।
উল্লেখ্য, সর্বশেষ নাসা ১৯৭২ সালে সফলভাবে চাঁদে অ্যাপোলো-১৭ মিশন পরিচালনা করে।