'জীবন থেকে নেওয়া ' চলচ্চিত্রটির পরিচালক কে?
Solution
Correct Answer: Option C
-কখনো আসে নি (প্রথম ছবি),
-সঙ্গম (তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম টেকনিকালার ছবি),
-বাহানা (প্রথম সিনেমাস্কোপ ছবি),
-কাঁচের দেয়াল ( নিগার পুরস্কার পাওয়া),
-জীবন থেকে নেয়া (১৯৭০),
-বেহুলা, আনোয়ারা এইগুলো হলো জহির রায়হান -এর চলচ্চিত্রসমূহ,
-এছাড়া তিনি মুক্তিযুদ্ধের প্রথম প্রামান্য চিত্র - Stop Genocide নির্মান করেন।