একটি অপূর্ন বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারনা করতে হলে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
A ড্যাশ
B হাইফেন
C কোলন
D উদ্ধরণ চিহ্ন
Solution
Correct Answer: Option C
- কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
- একটি অপূর্ন বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারনা করতে হলে কোলন বসে।
- যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস চিহ্ন বসে।