কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?

A ১৯৩৩

B ১৯৩৪

C ১৯৩১

D ১৯৩২

Solution

Correct Answer: Option A

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক এডলফ হিটলার ১৯১৪ সালে সেনাবাহিনীর কর্পোরাল হন ।
- ১৯১৯ সালে তিনি নাৎসি পার্টিতে যোগদান করেন ।
- ১৯২৩ সালে এক ব্যর্থ অভ্যুথান চেষ্টার অপরাধ ১৩ মাসের কারাভোগের সময় 'Mein Kampf' রচনা করেন এবং পরবর্তীতে নির্বাচনে অংশ নিয়ে ৩০ জানুয়ারি ১৯৩৩ জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions