বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
A লাল লাল ফুল
B জ্বর জ্বর লাগছে
C গ্রামে গ্রামে যাব
D ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
Solution
Correct Answer: Option A
অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয়।
এরকম দ্বিত্ব প্রয়োগে বহুবচনের কিছু উদাহরণ:
- হাঁড়ি হাঁড়ি সন্দেশ।
- কাঁড়ি কাঁড়ি টাকা।
- লাল লাল ফুল।
- পাকা পাকা আম।