Solution
Correct Answer: Option C
অনুকার দ্বিত্বের উদাহরণ হলো ঝমঝম। উল্লেখ্য অব্যয় পদ বিভিন্নভাবে গঠিত হতে পারে। যেমনঃ
১. একটিমাত্র বর্ণ বা শব্দখন্ড বা শব্দ দ্বারা। যমনঃ তো,বটে,হু,হা ইত্যাদি
২. একাধিক অব্যয় শব্দযোগেঃ নতুবা,অথবা,অতএব,কদাপি ইত্যাদি।
৩. একই শব্দের দুবার প্রয়োগেঃ হায় হায়, ছিঃ ছিঃ, ধিক্ ধিক্, বেশ বেশ ইত্যাদি।
৪. দুটো ভিন্ন শব্দযোগেঃ যাহোক, যেহেতু,মোটকথা,নইলে,হয়ত ইত্যাদি।
৫. অনুকার শব্দযোগেঃ ঝমঝম, টুপটাপ,কুহু কুহু,গুনগুন,ঘেউ ঘেউ, শন শন, কনকন ইত্যাদি।
৬. তৎসম প্রত্যয় এর সঙ্গে ত প্রত্যয় যোগ করে (ধর্মত,প্রথমত, স্পষ্টত,ইত্যাদি)।