‘মিটি মিটি’, ‘তিড়িং বিড়িং’, ‘হাপুস হুপুস’, শব্দগুলো কোন ধরনের?
A বহুবচন
B অতিশোয়ক্তি
C বিপরীত শব্দ
D ধ্বন্যাত্মক শব্দ
Solution
Correct Answer: Option D
বাংলা ভাষায় কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিতে যেসব শব্দের সৃষ্টি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বা অনুকার শব্দ বলে।
এখানে:
‘মিটি মিটি’ (আলোর মৃদু জ্বলন),
‘তিড়িং বিড়িং’ (লাফালাফির ভঙ্গি),
‘হাপুস হুপুস’ (দ্রুত খাওয়ার শব্দ)
এগুলো কোনো না কোনো অনুভূতি বা শব্দের কাল্পনিক রূপ প্রকাশ করছে। তাই এগুলো ধ্বন্যাত্মক শব্দ।