'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
A বলাকা
B সোনার তরী
C চিত্রা
D পুনশ্চ
Solution
Correct Answer: Option A
- 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের ''বলাকা'' কাব্যের কবিতা।
- রবীন্দ্রনাথের ''বলাকা'' কাব্যের মূল সুর গতিবাদ ।