তীব্রতা বুঝাতে কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?
A এদিকে রোগী তো যায় যায় অবস্থা
B বার বার কামান গর্জে উঠল
C আমি জ্বর জ্বর বোধ করছি
D সে গরম গরম জিলাপী খাচ্ছে
Solution
Correct Answer: Option D
পাকা পাকা আম-বহুবচন নির্দেশক
ছি ছি কি করছ- তীব্রতা বোঝাতে
নরম নরম হাত- সামন্য বেঝাতে
উড়ু উড়ু মন- গভীরতা নির্দেশক
উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।