নীচের কোনটি 52(16) এর বাইনারী রূপ?

A 01010010(2)

B 0111 0011(2)

C 0000 1100(2)

D 1111 0000(2)

Solution

Correct Answer: Option A

০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E ও F -হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত এ ১৬টি অঙ্কের প্রতিটি অঙ্ক তার সমতুল্য চার বিটের একটি বাইনারি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে । সুতরাং প্রদত্ত  52(16) -এর ক্ষেত্রে, 5 = 0101 এবং 2 = 0010; অর্থাৎ 52(16) = 01010010(2)  । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions