আগুন এর সমার্থক শব্দ কোনটি?

A কুন্তাল

B লোচন

C পাবক

D তমস্যা

Solution

Correct Answer: Option C

আগুন- এর সমার্থক শব্দ- পাবক, বহ্নি, অনল, হুতাশন, দহন, সর্বভুক, সর্বশুচি, ইত্যাদি । কুন্তল- এর সমার্থক শব্দ- কেশ, চুল, চিকুর, ইত্যাদি । লোচন- এর সমার্থক শব্দ- চোখ, অক্ষি, নেত্র, নয়ন, চক্ষু, আঁখি ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions