জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
Solution
Correct Answer: Option D
• জাতিসংঘ সচিবালয় গঠিত— জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে ।
• জাতিসংঘ সচিবালয়ের প্রধান— মহাসচিব (সেক্রেটারি জেনারেল); পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ।
• জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন— নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে ।
• জাতিসংঘের বর্তমান (নবম) মহাসচিব— অ্যান্টনিও গুতেরেস (পর্তুগাল), ১ জানুয়ারি ২০১৭-বর্তমান।