Solution
Correct Answer: Option B
- ‘তিলোত্তমা সম্ভব’ বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি কাব্যগ্রন্থ। এবং এটিই বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যগ্রন্থ ।
মাইকেল মধুসূদন দত্তের-
- প্রথম নাটক: শর্মিষ্ঠা(১৮৫৯)।
- প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য(১৮৬০)।
- মহাকাব্য: মেঘনাদবধ কাব্য(১৮৬১)।
- শ্রেষ্ঠদান: অমিত্রাক্ষর ছন্দ।
♦ সাহিত্য স্বীকৃতি :
১.আধুনিক বাংলা কবিতার জনক
২.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
৩.প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা।
৪.সার্থক প্রহসন রচয়িতা।
৫.সার্থক নাটক রচয়িতা।
৬.বাংলাভাষায় সনেটের প্রবর্তক।
♦ সাহিত্য কর্ম:
- মহাকাব্য: মেঘনাদবধ, তিলোত্তমাসম্ভব কাব্য।
- গীতিকাব্য : বীরাঙ্গনা কাব্য,ব্রজাঙ্গনা কাব্য,চতুর্দশপদী কবিতাবলি।
- নাট্যগ্রন্থ : শর্মিষ্ঠা,পদ্মাবতী, কৃষ্ণকুমারী,মায়াকানন।
- প্রহসন :বুড়ো শালিকের ঘাঁরে রোঁ,একেই কি বলে সভ্যতা।
- গদ্যকাব্য : হেক্টর বধ
- ইংরেজি কাব্য: Captive lady, Vision of the past.