Solution
Correct Answer: Option A
- 'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ 'ভার্যা' । এরুপ - অর্ধাঙ্গী, জায়া, পত্নী , বধূ, বউ , গৃহিনী , গিন্নি, ঘরণি, বিবি, বেগম,পরিবার
- কন্যার সমার্থক শব্দ নন্দিনী, মেয়ে , তনয়া, দুহিতা, ঝি, বেটি ।
- 'ভগিনী' শব্দে সমার্থক হলো বোন।