Solution
Correct Answer: Option A
'শত্রু' শব্দের সমার্থক শব্দ রিপু। 'শত্রু'র আরো কয়েকটি সমার্থক শব্দ- অরি, দুশমন, অমিত্র, বৈরী, বিরোধী, প্রতিপক্ষ, অরাতি। 'ফণী'র সমার্থক শব্দ— সর্প, অহি, উরগ, ভুজগ, ভুজঙ্গম, সাপ, আশীবিষ। 'ত্রিযামা'র সমার্থক শব্দ— রাত, নিশি, যামিনী, শর্বরী, রাত্রি, রজনি, নিশা, নিশীথিনী, বিভাবরী।