Solution
Correct Answer: Option D
• স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপে অবস্থিত তিনটি দেশকে একত্রে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়।
• স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র ৩টি- নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক
আবার
• নর্ডিক অঞ্চলে মোট পাঁচটি দেশ আছে:
- আইসল্যান্ড
- ডেনমার্ক
- নরওয়ে
- সুইডেন
- ফিনল্যান্ড
- নেদারল্যান্ডস নর্ডিক অঞ্চলের অংশ নয়, এবং স্ক্যান্ডেনেভিয়ার অংশ ও নয়।