প্রাচীন জনপদ ‘সমতট’ এর প্রধান নগর বা রাজধানী ছিল-

A কোটিবর্ষ

B পুণ্ড্রনগর

C কর্ণসুবর্ণ

D বড়কামতা

Solution

Correct Answer: Option D

• প্রাচীন বঙ্গরাজ্যের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশের প্রাচীন জনপদের নাম সমতট।
• বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী একসময় সমতট নামে পরিচিত ছিল। 
• ‘সমতট’ এর প্রধান নগর বা রাজধানী ছিল বড়কামতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions