প্রাচীন জনপদ ‘সমতট’ এর প্রধান নগর বা রাজধানী ছিল-
Solution
Correct Answer: Option D
• প্রাচীন বঙ্গরাজ্যের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশের প্রাচীন জনপদের নাম সমতট।
• বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী একসময় সমতট নামে পরিচিত ছিল।
• ‘সমতট’ এর প্রধান নগর বা রাজধানী ছিল বড়কামতা।