নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার কোন কমিশন গঠন করে?
A ব্লাক কমিশন
B কম্ব কমিশন
C ইন্ডিগো কমিশন
D সায়মন কমিশন
Solution
Correct Answer: Option C
-১৮৫৯ খ্রিস্টাব্দে ইংরেজ নীলকরদের সীমাহীন অত্যাচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে নীল চাষিরা যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে খ্যাত।
-বাংলাদেশে একচেটিয়া নীলের ব্যবসা ছিল ইংরেজ বণিকদের।
-নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার ১৮৬১ খ্রিস্টাব্দে ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে।