২০২৪-২০২৫ অর্থ বছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে-
A ৬.৭৫%
B ৭.৮%
C ৭.৫%
D ৮%
Solution
Correct Answer: Option A
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থবছরের জন্য নিম্নলিখিত মূখ্য বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন:
- বাজেট প্রস্তাব: 7 লাখ 97 হাজার কোটি টাকা
- অনুদান ছাড়া ঘাটতি: 2 লাখ 56 হাজার কোটি টাকা
- অনুদানসহ সামগ্রিক ঘাটতি: 2 লাখ 51 হাজার 600 কোটি টাকা
- অনুদান প্রাপ্তির লক্ষ্যমাত্রা: 4 হাজার 400 কোটি টাকা
- বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা: 1 লাখ 27 হাজার 200 কোটি টাকা
- বৈদেশিক ঋণ পরিশোধ: 36 হাজার 500 কোটি টাকা
- অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা: 1 লাখ 60 হাজার কোটি টাকা
- রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: 5 লাখ 41 হাজার কোটি টাকা
- পরিচালন ব্যয়: 5 লাখ 6 হাজার 971 কোটি টাকা
- মূলধন ব্যয়: 37 হাজার 989 কোটি টাকা
- উন্নয়ন ব্যয়: 2 লাখ 81 হাজার 450 কোটি টাকা
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%
- মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5%