কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?

A আশা-আকাঙ্ক্ষার সমর্থনে

B ভবিষ্যতের বাঙালি

C উন্নত জীবন

D সভ্যতা

Solution

Correct Answer: Option B

♦ এস. ওয়াজেদ আলী রচিত প্রবন্ধ হলোঃ
- জীবনের শিল্প,
- ভবিষ্যতের বাঙালী,
- আকবরের রাষ্ট্রসাধনা,
- প্রাচ্য ও প্রতীচ্য,
- মুসলিম সংস্কৃতির আদর্শ,
- ইকবালের পয়গাম ইত্যাদি 
♦ তার ভ্রমণ কাহিনি হলোঃ
- পশ্চিম ভারত (১৯৪৮),
- মোটরযোগে রাঁচী সফর (১৯৪৯)।
♦ তার রচিত উপন্যাসঃ
- ‘গ্রানাডার শেষ বীর।
♦ তার গল্পগ্রন্থঃ
- গুলদাস্তা,
- মাশুকের দরবার,
- বাদশাহী গল্প,
- গল্পের মজলিস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions