'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন-

A রবীন্দ্রনাথ ঠাকুর

B কাজী নজরুল ইসলাম

C বলাইচাঁদ মুখোপাধ্যায়

D প্রমথ চৌধুরী

Solution

Correct Answer: Option D

বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী,গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক, ইতালীয় সনেটের প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। তিনি কখনো বীরবল কখনো নীললোহিত ছদ্মনাম ব্যবহার করতেন।

♦ তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।

তার বিখ্যাত উক্তিঃ
- সুশিক্ষিত ব্যক্তি নামেই স্বশিক্ষিত। (বই পড়া)
- ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, উল্টোটা চেষ্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে । [ভাষার কথা]
- জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারদিক ছড়াইয়া পড়িবে।
- সাহিত্য সাধনার ফল হলো মনের মুক্তি।
- মনোজগতে বাতি জ্বালানোর জন্যে সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন।
- ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়.
- সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions