'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো- জ্যোৎস্না, চন্দ্রিমা, চন্দ্রিকা, চাঁদনী, চন্দ্রকিরণ
উল্লেখ্য,
- চাঁদ এর প্রতিশব্দ হলো- সুধাংশু, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশু, হিমকর, ইন্দু, চন্দ্রমা, নিশাপতি, দ্বিজরাজ, নিশাকান্ত, মৃগাঙ্ক, কলাধর,কলাভৃৎ, কুমুদনাথ, সিতাংশু ইত্যাদি
- ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ: উৎপল, পঙ্কজ, রাজীব, কমল, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, তামরস, নলিনী, কোকনদ, সরোজ, সরসিজ, পুষ্কর।
- মুকুল এর সমার্থক শব্দ কুঁড়ি ,কোরক , কলি, কলিকা।