আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হত না- বাক্যটি কোন ভাবের ক্রিয়া?

A    অনুজ্ঞা ভাব

B    সাপেক্ষ ভাব

C    নির্দেশক ভাব

D    অনির্দেশক ভাব

Solution

Correct Answer: Option B

একটি ক্রিয়া সংঘটিত হুওয়া অন্যেকটি ক্রিয়ার উপর নর্ভর করলে তাকে সাপেক্ষ ভাব বলে। যেমন- যদি সে পড়তো তবে পাশ করতো , বাবা বেঁচে থাকলে আজ আমার এত কষ্ট হতো না ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions