নিকারাগুয়ার 'কন্ট্রা' বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
A যুক্তরাজ্য
B যুক্তরাষ্ট্র
C কোরিয়া
D কিউবা
Solution
Correct Answer: Option B
- কন্ট্রা নিকারাগুয়ার বিদ্রোহী গ্রুপ।
- দীর্ঘদিন ধরে এ গ্রুপটি দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছিল।
- ১৯৮৫ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নিকট অস্ত্র বিক্রয়লব্ধ অর্থ দ্বারা কন্ট্রা বিদ্রোহীদের সাহায্য প্রদান করে।
- যদিও কালক্রমে ঘটনাটি ফাঁস হয়ে যায়।