‘গড্ডলিকা প্রবাহ' একটি বাগধারা, এখানে ‘গড্ডল’ মানে
কি?
A একত্র
B স্রোত
C ভেড়া
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
‘গড্ডল্’ শব্দের অর্থ ভেড়া। সাধারণত ভেড়া
অনুকরণপ্রিয় প্রাণী। এদের একজন যেদিকে যায়,
অন্যগুলোও বাছবিচার না করে সেদিকেই যায়। ‘গড্ডলিকা
প্রবাহ’ বাগধারার অর্থ- অন্ধ অনুকরণ।