Solution
Correct Answer: Option D
- ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ল্যাপটপ এবং নোটবুক দুটিই বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা ভ্রমণের জন্য উপযোগী।
- পার্থক্য: নোটবুক সাধারণত ল্যাপটপের চেয়ে ছোট ও হালকা হয়।
- ১৯৮২ সালেOsborne 1 প্রথম বহুল ব্যবহৃত ল্যাপটপ বাজারে আসে।
- ১৯৯০ সালে ল্যাপটপ বাজারে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে।
- ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ল্যাপটপ "দোয়েল" বাজারে আসে।