পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
A বায়ুর চাপ বেশি থাকার কারণে
B বায়ুর চাপ কম থাকার কারণে
C পাহাড়ের উপর বাতাস কম থাকায়
D পাহাড়ের উপর তাপমাত্রা বেশি থাকায়
Solution
Correct Answer: Option B
-উচ্চতা বৃদ্ধি সাথে সাথে বায়ুর চাপ কমে যায় এবং পানির স্ফুটনাঙ্ক ও কমতে থাকে।
-এরুপ অবস্থায় মাছ, মাংসসহ বিভিন্ন রান্নার বস্তু কম তাপে সিদ্ধ হয় না।
-এ জন্য স্বাভাবিক অবস্থায় চেয়ে পাহাড় -পর্বতে রান্না করতে সময় বেশি লাগে।